তরুণ প্রধান শিক্ষক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তরুণ প্রধান শিক্ষক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**************************************************
কে সে? যে তরুণ বুকে বহে জ্ঞানের শিখা,
যার হাতে শিশুর মন গড়ে আলোর রেখা;
অারালের মাটিতে জন্ম নিল সে গর্বের সন্তান,
মোঃ আশরাফুল আলম খান — আলোকিত প্রাণ।
বীরের উত্তরসূরী, পিতা ছিলেন শিক্ষক মহান,
মুক্তিযুদ্ধের রণধ্বনি বাজে তাঁর রক্তে অনুরণন;
মোঃ আসাদুজ্জামান খান, নামটি গর্বিত স্মৃতি,
মির্জানগরের মাটিতে রেখেছেন শিক্ষা-জ্যোতি।
ছাত্ররাজনীতিতে গড়েছে তাঁর তরুণ মানস,
বঙ্গবন্ধুর আদর্শে লড়েছে অক্লান্ত উচ্ছ্বাস;
ভাওয়াল বদরে আলম কলেজের কক্ষ সম্পাদক,
বাংলাদেশ ছাত্রলীগে ছিল তাঁর জয়ময় অধ্যায়ক।
পড়াশোনায় ছিলেন অনন্য— এস.এস.সি ’৯৪,
এইচ.এস.সি ’৯৬ — তারুণ্যের উজ্জ্বল তপতারা;
বি.এসসি অনার্স, এম.এসসি ২০০১ —
জ্ঞানসাগরে ভাসে তাঁর শিক্ষার জীবনধারা।
আজ তিনি ফুলবাড়িয়া সরকারি বিদ্যালয়ের প্রধান,
সন্তানদের গড়ে তোলেন জ্ঞানের অগ্রদূত মহান;
শিক্ষা তাঁর ব্রত, নৈতিকতা তাঁর অঙ্গীকার,
দেশপ্রেমে দীপ্ত, হৃদয়ে আলোর অবারিত হার।
সংগঠকও তিনি— প্রাথমিক শিক্ষক সমিতির প্রাণ,
গাজীপুর জেলার সাংগঠনিক বলিষ্ঠ সুলেখন;
আবার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক,
দেশগড়ার স্বপ্নে রয় তাঁর অন্তর অভয়ক।
রক্তে এ পজিটিভ— তেমনি মনও ইতিবাচক,
সদা হাসিমুখে ছড়ান আলোর আবেদন চঞ্চল;
যে শিক্ষক শুধু পড়ান না— গড়েন মনন,
যে ছাত্র নেতা এখন জাতির দিশারী অনুপ্রেরণ।
তরুণদের অহংকার, শিক্ষার অগ্রপথিক তিনি,
অারালের বাতাসে ভাসে তাঁর নামের রাগিণী;
সত্য, সাহস, ও সেবার মিশেলে গড়া জীবন,
মোঃ আশরাফুল আলম খান — শিক্ষা-দূতের অনুপ্রেরণ।
-------------------------------------------------
২৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।