ডেন্টাল সার্জন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ডেন্টাল সার্জন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

ডা. গৌতম চন্দ্র সাহা
পিতা: গোপাল চন্দ্র সাহা
মাতা: বেবি রাণী সাহা
স্ত্রী: ডা. শোমা সাহা
সন্তান: অ্যারোন্নো সাহা, ৩ বছর বয়সী ছেলে

ঠিকানা: বনাড় হাওলা, কাপাসিয়া, গাজীপুর

শিক্ষা:
------------------------------

এসএসসি: কাপাসিয়া পাইলট হাই স্কুল, ২০০২

এইচএসসি: নটর ডেম কলেজ, ঢাকা, ২০০৪

বিডিএস: ঢাকা ডেন্টাল কলেজ, ২০০৯

বিসিএস: ৩৩তম ব্যাচ, স্বাস্থ্য ক্যাডার

এমএস: ফেজ এ রেসিডেন্ট, ডেন্টাল ফ্যাকাল্টি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

বর্তমান কর্মস্থল: রেসিডেন্ট ডেন্টাল সার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

মোবাইল: ০১৭১৮৫১৭২২৫

চেম্বার:

কাপাসিয়া বাজারে: Comfort Dental Care (শুক্রবার)

ঢাকা, ধানমন্ডি রায়ের বাজারে: Dental Aid (অন্য দিনসমূহ)
**************************************************
ডেন্টাল সার্জন
----------------------------

দাঁতের গহ্বরে আলো ফোটায় তুমি,
অন্ধকার ব্যথা দূরে ঠেলে যাই তুমি।
হাসি-পাখির মতো রোগীর মুখে ঝরে,
মধুর সুর, সুস্বাস্থ্যের বারি খোলে রে।

হাতের নাজুক স্পর্শে ক্ষুদ্র ব্যথা মুছে,
চোখে-মুখে আনন্দের আলো জ্বলে উঠে।
কৃষ্ণচূড়া ফুলের মতো বিন্যস্ত জীবনে,
ডেন্টাল সার্জন—মানবতার অমল ছোঁয়া নেমে।

শিক্ষার নৌকা নিয়ে ঘুরেছ শিক্ষা-সাগরে,
বিডিএস, এমএস—জ্ঞান ঝরে ধাপে ধাপে।
চেম্বার-হাসি, হাসপাতালের করিডোরে,
রোগীর দুঃখ শোনে, কষ্ট দূর করে সবে।

কাপাসিয়ার গ্রামে, রায়ের বাজারে,
মানুষের পাশে দাঁড়ায়, দেয় সুখ-স্নিগ্ধতা।
মোবাইল বেজে ডাকলেই ছুটে আসে কাছে,
ডেন্টাল সার্জন—ভূমিকা মানবতার কাছে।

হৃদয় উজাড় করে সে হাসি বঞ্চিতের জন্য,
কেউ কষ্ট পেলে সে শোনে, শুশ্রুষায় দিন-রজনি।
শুক্রবার চেম্বার, অন্য দিন ঢাকা পথে,
ডেন্টাল সার্জন—দূর করে ব্যথা, ছড়ায় শান্তি।
-------------------------------------------------


২৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।