মনিরের পথচিহ্ন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মনিরের পথচিহ্ন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************

কি সুরাজ্যে, প্রাণ, তব শিক্ষা-সিংহাসন!
পাঁচুয়া গ্রামের ধীরে আলোয় জন্ম নিল মনির,
পিতার স্নেহ-ছায়া, সিরাজুল হকের আশীর্বাদে,
জীবনের বীজ বোনা হলো আলোর প্রতিটি বাঁশা।

প্রাইমারী স্কুল—পাঁচুয়া সরকারী বিদ্যালয়,
শিশিরভেজা সকাল, প্রজ্ঞার আলোয় মন উড়ে যায়।
চরদুর্লভ খান আবদুল হাই সরকার উচ্চ বিদ্যালয়, এসএসসি-র দিন,
শিক্ষার দীপ্তি, জ্ঞান-বিন্দু ভাসে প্রতিটি ক্ষণে।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, এইচএসসি-র রোদ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—পদার্থবিজ্ঞানে বিএসসি সম্মান ও এমএসের ক্ষোদ।
সিভিল সার্ভিসে পদায়ন, বিসিএস সাধারণ শিক্ষা, ৩৫তম চরণ,
শ্রীমঙ্গল সরকারি কলেজ, মৌলভীবাজার—তোমার কর্মমণ্ডলে সঞ্চারণ।

ও রূপের ছটা, মনির, কর্মমণ্ডলে তোমার,
শিক্ষার আলো ছড়াও, প্রজ্ঞার ধারা বহুদূর;
হেরি অপরূপ শিক্ষা-মায়া,
ছাত্র-ছাত্রীর হৃদয়ে বাজে সোনালী সুরের ধ্বনি।

সুহাসে ঘ্রাণে আসে জ্ঞান-বৃক্ষের মাধুর্য,
যতনে শ্রবণ আনে সুমধুর প্রজ্ঞার স্বরে;
সুন্দর যা কিছু আছে, শিক্ষা প্রদর্শন করে,
ভূতলে, কক্ষে, সর্ব্ব চারাচরে!

স্পর্শ, স্বাদ, সদা ভোগ যোগায় সুমতি,
পদরূপে দুই শিষ্য তব রাজদ্বারে;
জ্ঞান-দেব মন্ত্রী তব—ভবে বৃহস্পতি;
সরস্বতী অবতার, শিক্ষার রসনা সংসারে!

স্বর্ণস্রোতোরূপে বয়ে চলে প্রজ্ঞার লহু,
অবিরল গতিতে ছাত্র-ছাত্রীকে ধনী করে হে তোমারে!
ক্ষণমাত্র দেখি মুখে সততার দীপ্তি,
চির আঁখি স্মরে বাজে জ্ঞানের কুয়াশা-মাটি।

যবে কেলি করে তারা জ্ঞানের সুহাস-অম্বরে,
তুমি হাসো, মনির, প্রজ্ঞার দীপ্তি ছায়ায় গম্বরে।
ছায়া-পথে তুমি চলেছ, জ্যোতির্ময় দীপ্তিতে,
প্রজ্ঞা, সততা, ন্যায়ে ভরে প্রতিটি ক্ষণে;
হেরি, মনির, তোমার কর্মজীবন-মণ্ডলে,
ছাত্র-ছাত্রীর প্রাণে বাজে জ্ঞান-সুরের ধ্বলে।
-----------------------------------------------------


২৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।