বস্ত্রের বীর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বস্ত্রের বীর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**********************************
দূরে উর্দ্ধশিরঃ তোমার গগনে,
অচল, চিত্রিত পটে জীমূত যেমতি।
শৈশবের পথচারি, পিরিজপুর গ্রামে,
কড়িহাতার নীরব প্রান্তরে বসে স্বপ্নে তোলপাড়ি।
এসসসিঃ এডওয়ার্ড ইনস্টিটিউশন, ময়মনসিংহ ২০০৫,
যেখানে প্রথম আলোয় জ্বলে শিক্ষার দীপ,
এইচএসসিঃ আদমজী ক্যান্টঃ কলেজ ২০০৭,
জ্ঞান-অগ্নি দাহে হৃদয় জ্বালায়, ভোরের রূপ।
গ্র্যাজুয়েশনঃ বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং,
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০১১,
রং ও সূতায় বাঁধে কল্পনার জাল,
শিল্পের নক্ষত্রে তোমার হাতের ছাপ চিরস্থায়ী।
ছয় বছরের প্রাইভেট চাকরির নদী পার,
তিনাত্তরতম বিসিএস-এর দ্বার খোলে,
বস্ত্র অধিদপ্তরে যোগ দিলে,
ইন্সট্রাক্টর (কারিগরি) রূপে, রাঙ্গামাটি টেক্সটাইল ইনস্টিটিউটে।
বৈবাহিক জীবন, B+ রক্তের ছায়া,
প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে শ্রমে নিবিড়।
শিশিরের মতো ভেজা প্রভাতে,
শিলার বর্ম্ম কুসুম-রতনের মতো শিখরে,
প্রযুক্তির আলোয়, বস্ত্রের সুরে,
তোমার হাতের স্পর্শে জীবন গাঁথা হয়।
দূরে উর্দ্ধশিরঃ তোমার গগনে,
চলমান জ্ঞানধারা, চিরপ্রেমপাশে বাঁধা,
মধুর শ্রমের নীলচূড়ে—
ইঞ্জিনিয়ার তসলিম হোসেন খানের জীবন,
যেন এক কাল্পনিক বীরের তপোব্রত।
-----------------------------------------------------
২৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।