রসায়নের আলোয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রসায়নের আলোয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
ব্যক্তিগত তথ্য
---------------------------------
নাম: মোহাম্মদ সেলিম হোসেন
পিতা: মোহাম্মদ মফিজ উদ্দিন
মাতা: মোস. সুফিয়া বেগম
গ্রাম: ভুবনেশ্বর চালা
পোস্ট অফিস: কাপাসিয়া
বিদ্যালয়: ভুবনেশ্বর চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
হাই স্কুল: কাপাসিয়া পাইলট হাই স্কুল (SSC – 1996)
কলেজ: কাপাসিয়া ডিগ্রি কলেজ (HSC – 1998)
শিক্ষাগত যোগ্যতা: B.Sc. in Chemistry, MSc in Chemistry
প্রতিষ্ঠান: ঢাকা কলেজ
সেশন: 1999–2000
পদবী: লেকচারার (30তম BCS)
বর্তমান কর্মস্থল: কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জ
যোগাযোগ: selim78dc@gmail.com
***************************************************
রসায়নের আলোয়
-------------------------------
ভেবো না অণু, তার এ ভবে কুক্ষণে,
মোহাম্মদ সেলিম হোসেনের মননে,
সূত্র-বন্ধনে যার নেশার প্রভা-সরোবরে
না শোভেন ধাতুর সোনা-রূপে জ্যোতি;–
কিন্তু যে, যৌগ-রূপ খনির ভিতরে
কুড়ায়ে শক্তি-ব্রহ্ম, সাজায় জ্ঞান-ভূষণে
প্রজ্ঞার ভাষা, তত্ত্বের শোভা বাড়ায়ে আদরে!
কি লাভ সূত্রে বাঁধা, কহ, ধন-অণুরে,
পরীক্ষা-পত্রে রতন-হৃদয় গহনে?
তার তত্ত্ব-অধিকারী হেন জন নহে,
যে জন অজ্ঞানে ডুবে বিস্মৃতি-আঁধারে
অণু যত খোলে, তা যেন শূন্য তলে।
তার তত্ত্ব-অধিকারী নারে মরিবারে–
রসায়ন-যন্ত্রের যত দিন বহে
জীবনের সঙ্গীত-ধ্বনি, বাঁচে সে সংসারে,
পরমাণুর খেলায়, যৌগের গহনে,
জ্ঞানরাশি ভরে, জীবন-বরণী আলোয়ে।
------------------------------------------
২৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।