তোমারি জ্যোতিতে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তোমারি জ্যোতিতে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

অনন্ত-আলোরে জাগে অনন্ত-স্মরণ,
 হে পরম প্রভু, তবই ধ্বনি মন।
সিন্ধু সম জ্ঞান তব, সীমাহীন তব দান,
 আসমান-জমিনে তব অনুগ্রহ-গান।

রাত্রি নিদ্রাহীন তব প্রহর-চোখে,
 জাগে নক্ষত্র যেন তব তেজলোকে।
বজ্রে তব আদেশ, দোয়ায় তব সুর,
 তুমি চিরজাগরূক, নির্ভয় নুর।

কে আছ তব দোয়ারে ক্ষমা ব্যতীত?
 কে পারে তোমার অনুমতি ছীত?
তুমি জানো আগাম, জানো অতীত,
 তুমি যে স্রষ্টা, তুমি মহাভীত।

কুরসি তব ছায়ায় সজীব ধরার প্রাণ,
 তোমারি জ্যোতিতে বাঁচে সব জগ-জ্ঞান।
ঘুম আসে না তব, আসে না ক্লান্তি,
 তুমি হে মহান, তব নেই ভ্রান্তি।

আসমান জমিনে তবই রাজ্য,
 তুমি চিরমুক্ত, তুমি অগণ্য।
তোমারি ইশারায় বিশ্ব চলে নিরন্তর,
 হে আল-আলী, হে আল-আযীম করো দয়া অগাধ কর।
--------------------------------------


৩০-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।