ফুচকা খাব
- বাপন মান্না

ফুচকা খাব, ফুচকা খাব
খেতে মজা খুব,
তেঁতুলেরই টক জলেতে
দেব আমি ডুব।
লাইন দিয়ে দাঁড়াব তো
হাতে নিয়ে বাটি,
বিকাল হলেই খাওয়ার জন্য
রাস্তার দিকে হাঁটি।
ছোলা মটর বেশি দিয়ে
মাখা হলে আলু,
হাতের সাথে মুখটা আমার
হয়ে যাবে চালু।
তার সাথে আরও যদি
দেয় ঝুড়ি ভাজা,
ফুচকা ভাঙার আওয়াজেতে
জমে যাবে মজা।
গালের মধ্যে গিয়ে যখন
সব একাকার হবে,
বিশ্বজয়ের শান্তি তখন
মনটা আমার পাবে।
ফুচকার মতো স্বাদের জিনিস
কিছু নেই অন্য,
ফুচকা খেয়ে মনে হয় যে
মানব জীবন ধন্য।


০১-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।