রোগমুক্তির প্রার্থনা করি হে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

রোগমুক্তির প্রার্থনা করি হে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
হে পরম দয়াময় প্রভু,
তোমার দরবারে আজ আমার প্রার্থনা—
ফিরে দাও সেই হাসিমুখ, সেই উজ্জ্বল প্রাণ,
যে প্রাণে ছিল কর্মের দীপ্তি, সাহসের গান।

আরজ করি, হে শিফাদাতা,
তুমি দান করো উত্তম সিফা —
যে দেহে আজ ক্লান্তির ছায়া,
সেখানে নেমে আসুক তোমার আরোগ্যর জ্যোতি।

আমরা সকলেই করি দোয়া নিরন্তর,
ইঞ্জিনিয়ার সৈয়দ ফেরদৌস রায়হান কিরমানি সাহেবের তরে,
যিনি কর্মপ্রাণ, সেবাধর্মী, উদ্যমে ভরা,
আজ তিনি শয্যাশায়ী — হৃদয় ভিজে যায় প্রার্থনায় সরা।

হে মহান স্রষ্টা, শুনো আমাদের নিবেদন,
তুমি জানো মনের এই ব্যথা, এই অনুরোধ নিঃশেষে,
তোমার কুদরতের স্পর্শে ফিরে আসুক তিনি—
আবার আমাদের মাঝে, দুরন্ত দুর্বারে।

এই ইবতিদা দোয়ার, এই আকুল প্রণতি তব চরণে,
হে আরোগ্যদাতা রব, তুমি দাও তাঁকে পূর্ণ জীবনভরে।
হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করি —
“আমিন, আমিন, হাজার আমিন হে পরম করুণাময়!”
--------------------------------------------------------


০২-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।