শুকুন এসেছে ফিরে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শুকুন এসেছে ফিরে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************
শুকুন এসেছে ফিরে — হে বাঙালি, জাগো!
রক্তে লেখা লজ্জা, ভয় নয়, শক্তির আহ্বান শোনো।
হত্যাকারীর ছায়া আজ আদালত চায়,
কিন্তু লজ্জা নেই, কেবল ধ্বংসের ছায়া ছায়া।
ধর্ষকের হাসি — কাঁপে শহর, কেঁদে আকাশ,
মা-বোনের কোল ফাঁকা, কষ্টে ভরা প্রতিটি বাস।
অগ্নিসংযোগীর হাতে জ্বলছে ঘর,
আগুনের ছাইতে লেখা তাদের চিরন্তর অপরাধের দাগ।
দেশদ্রোহীর মুখে আজ দেশপ্রেমের ভান,
কিন্তু মাটির বুক জানে, তারা শত্রু, তারা ফাঁদ বাঁধে মান।
স্বাধীনতার স্বীকৃতি তারা দেয়নি কখনো,
সোনার বাংলার গানও হয়নি তাদের কণ্ঠে এক ঝলক।
ছদ্মবেশে আসে মুনাফেকেরা, ভান করে বন্ধুত্ব,
কিন্তু চোখে লুকানো রোষ, কুলঙ্কার, শত্রুর অভিসন্ধি।
ওরা শহীদদের রক্ত লুটেছে, ইজ্জত হানি করেছে,
বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, স্বাধীন দেশের শত্রু হয়েছে।
জাতি জাগো! — বিপ্লবী কণ্ঠে ডাক দাও,
প্রতিটি হত্যার বিচার চাই, ন্যায়ের দীপ্তি জ্বালো।
পুরানো শুকুন হয়ে তারা ফেরে,
কৌশলে ছিনিয়ে নেবে পতাকা — সাবধান, হে বাঙালি, রুখে দাঁড়াও।
তোমার বুক লড়াই করে, তোমার রক্তে লেখা গান,
মুক্তির পতাকা উড়ে — নায়করা চুম্বন করে প্রাণ।
বিপ্লবী জ্বালায় মিথ্যার মুখ পুড়ে যায়,
বিচারের আলো অন্ধকার ভেদ করে, সত্যের জয় হয় আজ।
হাসি, কান্না, রক্তের শপথ — সব একসাথে ওঠে,
স্বাধীনতার গান গায়, দুঃশাসনের দূর হবে ধ্বংসে।
ওরা ক্ষমা চায়নি — তাই ভুলব না কখনো,
বিপ্লবী পদে দাঁড়াও, ন্যায়ের তরবারি হাতে নাও।
যুদ্ধ হোক শব্দে, চিন্তায়, হৃদয়ে,
প্রতিটি দাগে, রক্তে, ঘরে — মুক্তির তাণ্ডব হবে তাতে।
মিথ্যার মুখে আগুন, শাসকের কেলেঙ্কারি ধ্বংস,
প্রতিটি শহীদ, প্রতিটি বীণা, রক্তে লেখা ইতিহাসের রঙ।
শুকুন এসেছে ফিরে — তাদের ছদ্মবেশ ভেদ করো,
প্রতিটি হত্যার বিচার হবে, ইতিহাস লেখা হবে সাদা।
হে বাঙালি, হে বাংলাদেশী — লড়াই করো অবিরত,
তোমার পতাকা উড়ুক মুক্তির আকাশে অনন্ত।
বিদ্রোহী কণ্ঠে ডাক দাও, শাসকরা কাঁপুক,
রক্তের চিহ্নে লিখো স্বাধীনতার গাথা, ইতিহাস থামুক না।
বিপ্লবী তেজে উঠুক শহর, গ্রাম, নদী, পাহাড়,
অন্ধকার ভেঙে বের হোক সত্যের দীপ্তি, মুক্তির পাথার।
ওরা ক্ষমা চায়নি — তাই আমরা ভুলব না কখনো,
বিপ্লবী পায়ে পাঁজরে দাঁড়াও, ন্যায়ের বিজয় হোক রূপকল্প।
প্রতিটি হত্যাকারী, ধর্ষক, আগুনের প্রজাপতি —
বিচার ছাড়া রইবে না, তারা পাবেন না শান্তি।
জাতি জাগো! হে বাঙালি, হে বাংলাদেশী,
নিজের পতাকা, গান, ইতিহাস — বাঁচাও!
শুকুন এসেছে ফিরে, সতর্ক থেকো,
ছদ্মবেশী মুনাফেকেরা আবার আসবে, কিন্তু তুমি দাঁড়াও শক্ত হয়ে।
বিপ্লবী সুরে প্রতিটি শত্রুর ছায়া পোড়াও,
মুক্তির চিহ্নে শহর, গ্রাম, নদী, পাহাড় জ্বালো।
হত্যার, ধর্ষণের, আগুনের চিহ্ন আর রয়ে যাবে না,
বিচার না হলে হৃদয়, মাটি, ইতিহাস রক্ষিত হবে না।
ওরা স্বীকৃতি দেয়নি স্বাধীনতার, গানও গায়নি,
তাদের মুখে আজ মিথ্যা দেশপ্রেমের ধোঁয়া।
হে বাঙালি, হে বাংলাদেশী — জাগো!
বিপ্লবী পদে দাঁড়াও, ন্যায় হোক বিজয়!
-------------------------------------------------------
০৩-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।