তোমার চোখে
- ফয়েজ উল্লাহ রবি
দেখতে গিয়ে তোমার চোখে আমার দেখাই পাই,
তাইতো বারে-বারে তোমার কাছেই ফিরে যাই।
তুমিই আমার সকাল-বিকেল সন্ধ্যা রাতের তারা,
এই জীবনে তুমি ছাড়া নিঃস্ব দিশেহারা।
তুমি শুরু তুমি শেষ তুমিই ধরনী,
সফল জীবন পেলে তোমায় হলে ঘরনী।
আর কিছু আর চাইনা আমি শুধুই তোমায় চাই,
পাশে থেকো ভালোবেসে তোমায় যেনো পাই।
সোমবার, দাম্মাম, সৌদিআরব
১৮ কার্তিক ১৪৩২, ০৩ নভেম্বর ২০২৫
০৪-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।