প্রাণঢালা অভিনন্দন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রাণঢালা অভিনন্দন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
অভিনন্দন হে রিয়াজুল হান্নান,
কাপাসিয়ার গর্ব তুমি মহান!
বীরের সন্তান, তোমার রক্তে আগুন,
ন্যায়ের শপথে জ্বালো নব দিগন্তরুণ।

বিগ্রেডিয়ার আ. স. ম. হান্নান শাহ,
যাঁর বীর গৌরবে কাঁপে দেশ-দিগন্ত বাহ্!
তুমি তাঁরই উত্তরাধিকার, ন্যায়ের ধার,
তোমার মাঝে জাগে পিতার অগ্নিসংহার।

বিএনপি হতে তুমি মনোনীত আজ,
আনন্দে মাতোয়ারা কাপাসিয়ার সাজ!
জনতার হৃদয়ে উঠেছে জয়ধ্বনি,
ন্যায়ের মশাল তুমি ধরেছো ধ্বনি।

তুমি হও সত্যের, তুমি হও ন্যায়,
অন্যায়ের পথে আনো না ক্ষয়।
চাঁদাবাজি, দুর্নীতি, লুটের রাত,
তোমার আগমনে মুছুক সে আঘাত।

মিথ্যা মামলা, হয়রানির ছল,
দখলবাজ দলবাজ, করো টল।
আশ্রয় প্রশ্রয়ের যত কালো খেলা,
তোমার হাতে ভাঙুক সেসব মেলা।

সুদ, ঘুষ, মাদক—অন্ধকার রাজ,
তুমি করো নির্মূল, ফিরিয়ে আন আজ।
তুমি হও নিরপেক্ষ শাসক মহান,
আইনসভায় বলো জনতার গান।

দলমত ধর্ম নির্বিশেষে গড়ো,
সাম্যের বন্ধন মানবতার ঘর তোলো।
সকল বর্ণ, সকল ধর্মের তুমি,
জনতার নেতা, সত্যের ভূমি।

ত্রিশ লক্ষ শহীদের রক্তে জ্বলো,
ইজ্জতহারা মায়ের অশ্রু বলো—
“এই দেশ, এই মাটি, আমার প্রণ,
তাই ত্যাগেই জাগে মুক্তির ধ্বনন।”

তুমি হও উন্নয়নের রূপকার,
যোগ্য পিতার যোগ্য উত্তরাধিকার।
তোমার হাতে ফুটুক প্রগতি ফুল,
অন্যায়ের কালিমা যাক আজ ভুল।

কাপাসিয়ার উজ্জ্বল নক্ষত্র তুমি,
তোমার পথে জাগে আশার ভূমি।
স্বপ্নের ভেলায় ভাসে এই দেশ,
তোমার নেতৃত্বে ফিরুক ন্যায়ের পরিবেশ।

জনতার প্রাণে এক ধ্বনি বাজে,
তোমার নামেই আশা সাজে।
কাপাসিয়ার জনতা তোমায় চায়,
তুমি হও তাদের বিশ্বাসের ছায়।

তোমার মধ্যে জাগুক মুক্তিযুদ্ধের ধারা,
চেতনায় জ্বলুক সাহস সারা।
তুমি হও দেশপ্রেমিক, নির্ভীক সৈনিক,
ন্যায়ের পথে অটল, সত্যের মনিক।

আজকের এই মনোনয়ন—
তোমার দায়িত্ব, তোমার অঙ্গীকার, তোমার অনুপ্রেরণ।
তুমি জিতো ন্যায়ে, তুমি জিতো মান,
তুমি হও সত্যে দীপ্ত, হে রিয়াজুল হান্নান!

জনতার ভালোবাসায় তোমার জয়ধ্বনি উঠুক,
অন্যায়-অন্ধকার তোমার আলোয় মিটুক।
তুমি হও পিতার গৌরবের উত্তরাধিকার,
জনতার হৃদয়ে স্থায়ী অবতার।

প্রাণ ঢালা অভিনন্দন, হে রিয়াজুল হান্নান!
তুমি হও সত্যের, তুমি হও ন্যায়,
তুমি হও কাপাসিয়ার গর্বের শোভায়।
ত্রিশ লক্ষ রক্তধারা, মায়ের অশ্রু তোমার প্রাণ—
এই শুভক্ষণে তোমায় জানাই প্রাণ ঢালা অভিনন্দন!
----------------------------------


০৪-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।