Gen Z
- মোঃ আমিনুল এহছান মোল্লা
Gen Z
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
Gen Z! Gen Z! ডিজিটাল প্রজন্ম!
নেটের আলোয় জন্ম, স্মার্টফোনে প্রাণ।
স্বপ্ন ভরা চোখে, উদ্ভাবন-চাহিদা,
সৃজনশীল চিন্তা, স্বাধীন মন-অভিযান,
তারা পথিক, উদ্যমী, জ্ঞান-বিহারী!
Gen Z!
তথ্যের স্রোতে ভাসে তরুণ চেতনা,
সোশ্যাল মিডিয়ার আলোয় জাগে প্রেরণা।
বৈচিত্র্য সমতা, ন্যায়ের প্রতি ধ্রুব,
পরিবেশ সচেতন, শক্তি ও চেতনা অনন্য,
জীবনকে করে তারা চিরন্তন যাত্রা!
Gen Z!
উদ্যোক্তা স্বপ্নে, কাজের মাঝে তীব্র আগ্রহ,
মনের শান্তি, মানসিক সুস্থতা হোক পথপ্রদর্শক।
Boomers Gen X Millennials থেকে আলাদা,
ডিজিটাল দক্ষতার জগতে নবীন পথিক,
Gen Z নতুন যুগের নেতা, সমাজ গঠক!
Gen Z!
তথ্যের মহাসাগরে নৌকা ভাসায় তারা,
স্বাধীনতা, সৃজনশীলতা, নতুন দিগন্ত আনে।
প্রত্যেক মনোজগৎ দীপ্তি জাগায় প্রেরণা,
ভবিষ্যতের স্বপ্ন, শক্তি, অদম্য সাহসী,
ডিজিটালের সন্তান, উন্মুক্ত নিখুঁত পথপ্রদর্শক!
Gen Z!
-----------------------------------------------
০৪-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।