তুমিই আমার স্বর্গভূমি
- মোঃ নাসির উদ্দীন
যদি ভুলে গিয়ে থাকি কোনো ভুল কথা,
যদি আনমনে দিয়ে থাকি সামান্য ব্যথা।
তবে ক্ষমা করো প্রিয়, হৃদয়ের ভুলে,
আমার সবটুকু প্রেম তোমার চরণে তুলে।
জানিগো, ভালোবাসা একদিন দেয় ভুলিয়ে স্মৃতি,
তুমিও হয়তো হারাবে পথ, ভেঙে যাবে প্রীতি।
তবু জেনে রেখো, এই বিরহ-বিধূর প্রাণে,
তুমি ছাড়া আর কেউ নেই, নেই অন্য কোনো গানে।
আকাশে বাতাসে খুঁজি সেই চেনা ঘ্রাণ,
যা তোমার স্মৃতিতে আজও কাঁদায় আমার প্রাণ।
বলেছি তো কতবার, তুমিই যে আমার সব,
কত আপন, কত প্রিয়, তুমি শুধু নীরব।
যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবো বহু দূরে,
সেদিনও থাকবে এ প্রেম, ভরা এ সুরের।
যদি কোনোদিন মনে পড়ে, কেমন আছি আমি,
একবার খবর নিও, জানিও, কাছে আছি স্বামী।
আমার সকল ভুল, সকল অপরাধ,
আজও যেন তোমার কাছে পেতে চায় ক্ষমা-আস্বাদ।
ভুলে যাওয়ার দিনেও, স্মৃতিতে থেকো তুমি,
কারণ, তুমিই আমার সকল স্বর্গভূমি।
০৪-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।