ঘটনে মোহ মুক্তি
- তানজির উদ্দিন - খেলা ও আর্তনাদসম
আর পীড়াপিড়িতে কাজ নাই
সময় এবং অহমের সংকীর্ণতা জেঁকে বসেছে
একেবারে স্থায়ী আসন গেড়ে নিয়েছে এবার ।
নিরাভরন বেগ ও ক্লান্তিকর কারসাজির মাঝে
অভ্যন্তরীন আবেগ ফুঁসে ওঠে নিশ্চিত মৃত্যু জেনে ।
ভূশয্যায় শায়িত যাদের অহম
রিক্ত পৌঢ়তা বরণ করা উপমা
শিকারের পথে চলে এখনো কোথাও শান্তির পিয়ালে
এক ঘটা অসম দেহের মোহমুক্তি ঘটে হেথায় ।
রথ যাত্রা এবং রাশভারি যাত্রীর পথে
ওরা এখনো তীর্থ যাত্রায় চলছে । অজানা পথে
বহাল তবিয়তে ।
সেরকেশে তাদের উপমা
যতই সাত্বনা থাকুক । এখন নিরাকার হয়
স্মৃতিচিহ্ণের পথ মাড়াবে অযাচিত শকুনের
খুবলে দেয় দেহ
অহমে পরিপূর্ণ মোহ জেঁকে বসে নিরবে ।
.
.
.
.
ঘটনে মোহ মুক্তি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।