ক্ষণিকের ভার
- মোঃ নাসির উদ্দীন
ওরে মন, কিসের গরব, কিসেরই বা ধন?
ক্ষণিকের তরে শুধু এই তো জীবন।
লেপ-তোশক, শীতলপাটি—বিলাস যা কিছু,
মৃত্যুর আহ্বানে সবই রবে পিছু।
যেদিন শ্মশানে চিত্তা জ্বলিয়া উঠিবে,
কিংবা এই দেহখানি মাটিতে মিশিবে,
সেদিন তোমার সঙ্গ ছাড়িবে সবাই,
থাকবে না কোনো দাবি,
কোনো আনাগোনা নাই।
পুত্র, জায়া, গৃহ, দ্বার—যাদের এত মায়া,
আসলে তো সবই শুধু ক্ষণিকের ছায়া।
যাদের জন্য এত খেদ, এত কান্নাকাটি,
তারাও তো হবে পর, যেদিন পাবে মাটি।
এলোমেলো ভাবনায় কেন কাটাও দিন?
কার লাগি এত ঋণ, কার লাগি এত দীন?
আসল জিজ্ঞাসা—ওরে মন, শোনো তবে,
তুমি বা কার?
কে বা তোমার?
কীসের কাণ্ড হবে?
সত্যেরে জানো যদি, ঘুচিবে আঁধার,
মৃত্যুর পারে শুধু আত্মা হবে পার।
ফেলে এসো সব মোহ, সব অহংকার,
এই দেহের সাজস তো ক্ষণিকেরই ভার।
০৪-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।