নদী দখল
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নদী দখল
কলমেঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

হে দখলদার! থামো, লজ্জা কোথায় তোমার?
মায়ের বুক ছিঁড়ে গড়ো প্রাচীর—সেটাই কি সংসার?
যে নদী দিত জীবন, আজ সে বন্দি শিকলে,
ক্ষমতার মদে মত্ত তুমি, মানুষ নয়, পিশাচের দলে!

তোমার প্রাসাদ গড়ো নদীর বুকে,
মরুক জনতা, মরুক মাছ, কৃষকের সুখে!
আইন তুমি পায়ের নিচে চাপা দাও হেসে,
সিংহাসনের ছায়ায় বসে লুট করো দেশে।

ওই নদীর কান্না শুনতে পাও না কানে?
বাঁধে-বাঁধে মরছে স্রোত, শুকোয় তীরে গানে।
নৌকা আজ নিঃস্ব, জেলে আজ হাহাকার,
তবুও তুমি চাও আরও জমি, আরও ক্ষমতার ভার!

নদী ছিলো জননী, তুমি করলে ক্রীতদাস,
লোভে পাপের স্রোত বইছে সর্বনাশ!
বৃষ্টির জল থামে, মাঠে ওঠে বিষ,
নদী মরে গেলে বাঁচবে কে—জানো কি নিঃশেষ?

জেগে ওঠো জনতা! ভাঙো এই দখল-শৃঙ্খল,
ফিরাও নদীর বুকে তার স্বাধীন স্রোতধল।
নদী বাঁচাও, জীবন বাঁচাও—এই শপথ হোক আজ,
দখলদার, তোর ক্ষমতার দিন শেষ—এই রাজ!
------------------------------------------------------


০৫-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।