অভিশপ্ত মোবাইল
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অভিশপ্ত মোবাইল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************

হে মোর শিশুর প্রাণ, যাকে তুমি করেছ দাস,
অভিশপ্ত মোবাইলের নেশায় হারায় তার আশ।
খেলনা, হাসি, বন্ধুত্ব, সব নিভে গেছে ধূলিতে,
অভিশপ্ত মোবাইলের বন্দনে লুকায়ে শিশুর মন।
অভিশপ্ত মোবাইল, হবে শিশুরে সব দুঃখের সমান।

রাত্রি জেগে, স্বপ্ন ভেঙে, চোখ লাল অশ্রুযেতে,
পাঠশালার পাতা শূন্য, হৃদয় ভারী বিষাদে।
অভিশপ্ত মোবাইল ঝলকানি শরীর জ্বালায়,
হাসি বন্ধুর নিঃশব্দে নিভে যায় ধীরে।
অভিশপ্ত মোবাইল, হবে শিশুরে সব দুঃখের সমান।

ফিরে দাও মাঠের খেলা, ফিরাও শিশুর আনন্দ,
নীরব ঘরে ফিরে আসুক খুশির আলো।
মনের ব্যথা ভরে উঠুক নতুন আশায়,
দীর্ঘ সময় নিভে যাওয়া হাসি জাগুক আবার।
অভিশপ্ত মোবাইল, হবে শিশুরে সব দুঃখের সমান।

মায়ের কোলে ছিল যে শান্তি, বাবার বুকে প্রেম,
তোমার ছলে সব হারায়, শিশু ভয় পায় গোপনে।
অভিশপ্ত মোবাইল দাও না সে নির্দোষ প্রাণে,
শিশুর জীবন হোক পূর্ণ, আনন্দে ভরে দিন-রাত্রি।
অভিশপ্ত মোবাইল, হবে শিশুরে সব দুঃখের সমান।
-------------------------------------------


০৫-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।