নিষিদ্ধ স্পর্শের অভিশাপ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নিষিদ্ধ স্পর্শের অভিশাপ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
নিষিদ্ধ! নিষিদ্ধ! প্রেমের নামে স্পর্শ,
অন্তর পুড়ে যায় অগ্নি, হৃদয় ঝরে ধূলো।
চাতুরি লুকায় হাসিতে ভোঁতা, ছলনার জাল বিস্তার করে,
বিশ্বাস ভেঙে যায়, জীবন কেঁদে পড়ে অন্ধকারে।
অপরাধী! অপরাধী! মুখোশে লজ্জাহীন হাসি,
স্বার্থপর কৌশল, লোভে মগ্ন ছলনার জাল।
গোপন কক্ষে বাজে কুটিলের অমোঘ সুর,
প্রিয়জনের বিশ্বাস ভেঙে যায়, প্রেমের ঘর ভেঙে পড়ে কালো ঝড়ে।
অশুদ্ধ স্পর্শ জন্মায় আত্মহত্যার ছায়া,
ভাঙা স্বপ্নের মিনার, অশ্রুধারায় ভেসে যায় আশা।
নিঃসঙ্গতার নদী ছুঁয়ে যায় অন্তর,
নিশ্চিন্ত জীবন ভেঙে যায়, প্রতিটি দিন অন্ধকারে ভরা।
প্রেম নয়—এ নগ্নতার খেলা,
ছলনার নাটক, লোভের জাল।
অন্তর কাঁদে, বিষাক্ত স্রোত ভাসায় জীবনের আশা,
অশ্রুধারায় ভেসে আসে শুধুই ব্যথার ঢাল।
শারীরিক ব্যথা, মানসিক ক্ষত, ধ্বংসের চিহ্ন,
প্রেমের নামে নিষিদ্ধ স্পর্শ ভেঙে দেয় সম্পর্কের দিগন্ত।
অন্তরের নিঃসঙ্গতা, আত্মহত্যার ছায়া,
জীবনের কালো অধ্যায়ে ভেসে আসে ক্রমশ অন্ধকার প্রভাত।
হে সত্য প্রেম! হে শুদ্ধ অন্তর!
নিষিদ্ধ নয়, সে স্পর্শ পবিত্র ও সম্মতিতে ভরা।
হৃদয় জেগে উঠে, ধুয়ে যায় পুরাতন ব্যথা,
সত্যিকারের ভালোবাসায় জ্বলে জীবন, মুক্তির প্রভাতধারা।
প্রেমের নামে যে দাগরা লাগল, তা বিবর্ণ হবে,
অশুদ্ধতার আঁধারে জ্বলে উঠবে সত্তার আলো।
শুদ্ধ প্রেমের উল্লাসে ভেসে আসে নতুন সকাল,
শুদ্ধ! শুদ্ধ! হৃদয় জেগে ওঠে আনন্দময় প্রভাতধারে।
-------------------------------------------------------------
০৫-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।