মসজিদের চাষাবাদ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মসজিদের চাষাবাদ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************

মাটি নয়, নয় ধান-ভূমি, নয় শস্যের ডালি,
মসজিদ হল বীজ বোনার, আল্লাহর দিকনির্দেশের কালি।

হাতের কাজ নয়, পায়ে শস্য বোনার নয় ধান,
হৃদয় সেচে দাও নেকি, করো সালাত ও ইমান।

সদকা, জাকাত, নফল, তওবা – এ বীজেরা,
মসজিদের জমিতে জন্মাবে নেকির চারা।

জুমার দিনে ভিড় নয় কেবল নামাজের সাজ,
ভালো কাজের বীজ বোনো, করো পাপমুক্তির আসাজ।

মসজিদ চাষাবাদে, লাভ হয় আখিরাতের ধন,
মৃত্যুর পরও ফসল দেয়, করিম আল্লাহর অনুগ্রহজন।

দোয়ার সেচে গড়ে ওঠে মন ও সমাজের ফুল,
নৈকট্য আল্লাহর কাছে, থাকে হৃদয়ে সূর্য ঢুল।

মসজিদের চাষে শুধু পুঁজি নয়, নয় ধন,
নেতৃত্ব, ন্যায়, প্রেম ও শান্তি বোনো, হোক সকলের মন।

যে চাষী হয় ধৈর্য, ভক্তি ও নেকি মিলে,
ফসল হয় নাজাতের, আল্লাহর কাছে হবে কিলে।

সুতরাং মসজিদের চাষাবাদ, বুঝো এই সহজ কথা,
নেকি বোনো, দোয়া দাও, জীবনে করো সৎতা।
-----------------------------------------------------


০৬-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।