যদি এমন হতো
- বাপন মান্না
যদি এমন হতো,
তুমি হতে কোনো অজানা ঢেউ,
আর আমি হতাম তীর।
বহু পথ পার হয়ে তুমি,
আসতে আমার কাছে,
ধরা দিতে আমার বুকে।
আমি বলতাম,থাকো না সর্বক্ষণ।
তুমি অভিমানের সুরে বলতে--
"কি হবে থেকে? তুমি কি বোঝ আমার মন?"
আমি তখন বলতাম --
"তুমি যাবে কোথায় যাও,
আমার মতো ভালোবাসা, কোথাও কি পাও?
অভিমানে দূরে গেলেও
আবার আসতে হবে কাছে,
আমাদের সম্পর্ক এক শক্ত সুতোয় বাঁধা আছে।"
যদি তুমি বলতে --
"তোমায় ছেড়ে যাব আমি,
অনেক অনেক দূরে।"
আমি বলতাম --
"যত দূরেই যাও না তুমি,
পাবই তোমায় ফিরে।"
আমাদের সম্পর্ক এমন যদি হতো,
বুক ভরে জড়াতাম, মন চায় যত।
যদি এমন হতো,
তুমি হতে কোনো অজানা মেঘ,
আর আমি হতাম অসীম আকাশ।
ঘুরতে তুমি ভেসে ভেসে,
দেখতাম আমি মুচকি হেসে।
তুমি যদি অভিমানে বলতে--
'দেখবে তুমি কেমন করে,
আমি যদি লুকিয়ে থাকি?'
হাস্যমুখে বলতাম আমি ---
'লুকিয়ে তুমি যাবে কোথায়?
আমি যে তোমায় হৃদয়ে রাখি।'
যদি বলতে --
'তোমায় ছেড়ে দূরে গিয়ে,
ভুলে যদি যাই?'
আমি বলতাম --
'এক সুতোয় বেঁধেছেন বিধি,
ছেড়ে যাওয়ার উপায় তো নাই।'
আমাদের সম্পর্ক এমন যদি হতো,
আঁখি ভরে দেখতাম, মন চায় যতো।
যদি এমন হতো
তুমি হতে কোনো বৃষ্টি কণা,
আর আমি হতাম ধরনী।
তুমি লক্ষ যোজন পথ পার হয়ে
আসতে আমার কাছে
ধরা দিতে আমার বুকে।
অভিমানে যদি তুমি বলতে --
'তোমার কাছে এসেছি এই,
আসব না আর আমি।
নিজেই তুমি চাও না, ওগো,
যখন ইচ্ছা তোমার বুকে নামি।'
আমি তখন বলতাম --
'কিছু সময় থাকো দূরে
তাই তো এত টান।
সবসময় থাকলে কাছে,
পেতাম না এমন অভিমান।
যদি তুমি বলতে ---
'এমন করে বলছো যেন,
কত আমায় বোঝো!
আমার মনের মাঝেও কি
অভিমান খোঁজো?'
আমি বলতাম --
'তুমি হয়তো যাচ্ছো ভুলে,
আমরা চিরসাথী।
যুগে যুগে আমরা দুজন,
প্রেমের মালা গাঁথি।
তোমার আমার মিলনে
জন্ম নিল ঘাস।
তুমি ছাড়া সন্তান
হয়ে যাবে লাশ।
তোমার আমার ভালোবাসার
সাক্ষী বিধাতা।
তোমার আমার ভালবাসা
হবে চিরগাঁথা।'
আমাদের সম্পর্ক এমন যদি হতো,
বুক পেতে দিতাম, ঝরতে পারো যত।
০৮-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।