কেউ আর তোমার নয়
- ফয়েজ উল্লাহ রবি
বুকের বাম পাশে দুই ইঞ্চি জুড়ে ব্যথা সারাক্ষণ,
দুঃখের পরে দুঃখই দেবেই তুমি করেছ কি পণ?
হাসির মাঝে বিষের বাঁশি তবু তোমায় ভালোবাসি,
কান্না পাবো জানি তবু বারে-বারে ফিরে আসি।
আকাশ আমার আঁধার করে কোন আকাশে ওড়ো?
হাত'টি আমার ছেড়ে তুমি কি লোভে কার হাত ধরো?
সুখের সময় থাকলে প্রিয় দুঃখে হলে পর,
মাঝ পথে সাথ ছেড়ে দিয়ে ভাঙ্গলে সুখের ঘর।
কাঁদবে তুমি বেলা শেষে হবেই পরাজয়,
দেখবে তখন পিছন ফিরে কেউ আর তোমার নয়।
শনিবার, দাম্মাম, সৌদিআরব
০২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫
১১-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।