শিক্ষাই আলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শিক্ষাই আলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
শিক্ষাই আলো, দীপ জ্বলে অন্তরে,
আল-কোরআনের বাণী মিশে হৃদয়ে ভরে।
“ইকরা বিসমি রব্বিক” জানায় পথের ঠিকানা,
অন্ধকার ভেদ করে মন হয় প্রফুল্ল, প্রজ্জ্বলিত চেতনা।

হাদিসের হাওয়ায় জ্ঞান যেন ফুলে ফোটে,
সদকাতুল ইলমে মন-মাঝে আলো ছড়ায় জীবন তটে।
নূরের সন্ধানে, হক্বের পথে চল,
প্রকৃতির চক্রে মানবতার সঙ্গম তুল।

পাঠশালার দেয়ালে নয়, অন্তরের জানালায়,
তালিমের আলো ছড়াও, সীমাহীন মহিমায়।
ফিলোসফি, দর্শন, বিজ্ঞানের জ্ঞান,
কোরআন-সুন্নাহর আলোয় পাবে সমাধান।

আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য্য—শিক্ষার রূপ,
জ্ঞানী প্রজন্ম গড়ে, সমাজ হবে অমূল্য ধনুপ।
যার হৃদয় শিক্ষায় উজ্জ্বল, সে অন্ধকারকে দূরে ফেলে,
আলোর পথে হাঁটায়, মানবতাকে সত্যি করে বলে।

শিক্ষাই আলো, দীপ জ্বলে অন্তরে,
আল-কোরআনের বাণী মিশে হৃদয়ে ভরে।
জ্ঞান নয় শুধু শব্দ, নয় শুধু পাঠ,
এ জীবনকে আলোকিত করে, দেয় মন-মাঝে শান্ত পরিপাট।


১২-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।