ভাঙনের গান
- মোঃ নাসির উদ্দীন
তুমি চলে যাবে,
এই ভয় মিছে কেন দেবে?
পাশে থেকেও শান্তি কই,
মন শুধু কাঁপে রবে।
তোমার দুর্ব্যবহার
আর সেই আনাড়ি ভাব।
অতিষ্ঠ করেছে আমায়,
কেড়েছে আরাম-স্বভাব।
অমনোযোগিতা ছিল
তোমার নিত্য খেলা,
শেষ করে দিয়েছে সব,
ফুরিয়ে গেল বেলা।
আমার সম্মানে তুমি
ভাবলে না একবারও,
মান নষ্ট করে,
ফের সংসার কি করবো?
এ অধিকার তোমায়
দেওয়া আর যায় না,
অপমান সয়ে মন
আর কিছু চায় না।
তাই আজ সব পথ,
সব বাঁধন তুলে,
সম্পর্কের ইতি টানলাম,
মনটা খুলে।
বিদায় নিলাম আমি,
নতুন করে বাঁচি,
তোমার স্মৃতিতে
আর ফিরবো না কাছি।
১২-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।