মুক্তি চাই
- মোঃ নাসির উদ্দীন
"তুমি চলে যাবে," এই ভয় আর দিও না,
পাশে থেকেও শান্তি নেই, আর সহে নিও না।
তোমার দুর্ব্যবহার, আনাড়ি সেই ভাব,
জীবনে এনেছে শুধু বিষাদের প্রভাব।
অতিষ্ঠ এ মন, শান্তি হারালাম,
তোমার কাছে আজ সব মিথ্যা প্রমাণ করলাম।
মান-সম্মান সব হলো তোমার হাতে শেষ,
এই ভাঙা সম্পর্ক থেকে চাই মুক্তি, অবশেষ!
তোমার অমনোযোগিতা ছিল নিত্য সঙ্গী,
আমার সম্মানে তুমি করলে শুধু রঙ্গী।
একফোঁটা চিন্তা নেই, একবিন্দু খেয়াল,
এই সম্পর্ক তাই আজ হলো বেসামাল।
অতিষ্ঠ এ মন, শান্তি হারালাম,
তোমার কাছে আজ সব মিথ্যা প্রমাণ করলাম।
মান-সম্মান সব হলো তোমার হাতে শেষ,
এই ভাঙা সম্পর্ক থেকে চাই মুক্তি, অবশেষ!
আর কোনো ভয় নয়, আর কোনো মিথ্যে,
নিজের জন্য বাঁচব, এই পথের পথে।
=======গীতিকবিতা=======
১২-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।