হারানো স্বত্তা
- রবিউল ইসলাম রাতুল
সময় থমকে গেছে,আশা সব নুয়ে গেছে,
করুণা সরে গেছে,গেছে সব চলে গেছে,
শুধু এই নিথর দেহ পড়ে আছে
কারো অনুগ্রহে কামুকতার,দৃষ্টির খোঁজে।
অবহেলা রয়ে গেছে,বিরক্তির বৃদ্ধি ঝাপটেছে,
ধিক্কার উর্ধ্বে গেছে, লাঞ্ছনা প্রকাশ বেড়েই গেছে,
সহ্য করে,এই ভুবনের বিধান,নিজে নিজে
আজ-কাল হাসির পাত্র হয়েছি সবার মাঝে।
অকাল দিবস এসেছে,চিন্তা গুলো লুপ্ত হয়েছে,
বর্জন অন্তরে মিশেছে,উপেক্ষা স্ব সয়েই গেছে,
তবুও দৃষ্টির অগোচরে স্ব রয়েছি আজও
ব্যবহার যোগ্য বস্তু-ব্যক্তির নামের ভাঁজে ভাঁজে।
আনন্দ মরে গেছে,অশ্রু হেসে বেড়াচ্ছে,
গুরুত্বের রেশ চলে গেছে,স্ব নিঃস্ব হয়েছে,
স্বস্তির হাসি আসে না আর এই জীবনে
যা একা হয়ে যাওয়ার প্রতিচ্ছবি এঁকেই চলছে।
আমি আর চাইনা কারও অনুগ্রহের বাঁশির সুর,
একায় ভুবনে খাপ খেয়ে,স্মৃতি করবো সব দূর।
১৬-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।