ফ্যাসিবাদ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ফ্যাসিবাদ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************
ফ্যাসিবাদ—যেখানে শাসক সর্বশক্তিমান,
মানুষের স্বাধীনতা বন্ধ, নিভে যায় প্রাণ।
ভয় আর দমনই তার একমাত্র অস্ত্র,
স্বপ্ন, আশা, চিন্তা—সব নিভে যায় তার হঠাৎ কষ্ট।
রাস্তা খালি, নিঃশ্বাস ভারী, শব্দ সব বন্ধ,
শাসকের চোখে কেবল ভয়, হৃদয় বন্দি ঝড়ের ধ্বংষ।
ভাষা শিকল, চিন্তা বন্দি, স্বপ্ন নিভে নিঃশ্বাসে,
অবাধ্য চোখে পড়ে কেবল ক্রোধ, তীব্র শৃঙ্খলে বাঁচে।
মঞ্চে বক্তা, কথার বাতাসে শিকল,
অবাধ্য মনকে বাঁধে লাঠি, শাসকের হিংস্র পলক।
দরজার পিছনে, ঘরে, পল্লীতে,
নজরদারি সেনা ঘুরে, স্বাধীনতা যেন বন্ধি, নিঃশব্দে।
আকাশেও, বাতাসেও, নদী তটে,
ফ্যাসিবাদের ছায়া ঘন হয়ে, মানুষ নীরব, চোখে অশ্রু ভরে।
ভয়, ঘৃণা, অন্ধকার—সবই তার খেলা,
মানবতা দমনের জালে, বন্ধী শৃঙ্খলখেলা।
কিন্তু অন্তরের আগুন জ্বলে বিদ্রোহের পবনে,
দমন, সন্ত্রাস, শৃঙ্খল—সব ভেঙে যায় সাহসিকতার ঝরে।
মানবতার কণ্ঠ উঁচু হয়ে ওঠে,
ভয়, ঘৃণা, অন্ধকার—সব উড়ে যায় স্বাধীনতার বাতাসে।
ফ্যাসিবাদ নয় চিরন্তন, নতুন জাগরণে,
ভয় চূর্ণ হয়, সৃষ্টি হয় মুক্তির স্বর্ণে।
সাহসী হৃদয়, মুক্তির ধ্বনি বাজুক,
অন্ধকার ভেঙে ফেটে উঠুক মুক্তির হাসুক।
-----------------------------------------------------
১৬-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।