জীবন তো ছোট্ট নদী
- মোঃ নাসির উদ্দীন

প্রথম যেদিন ধরায় এলে, কাঁদলে তুমি একা,
নিজের হাতে হয়নি তো ভাই, স্নান করানো শেখা।
অন্য হাতেই প্রথম ধৌত, মোছালে সব কাদা,
ভুলে গেলে এ নিয়মটা, যখন জীবন বাঁধা।

যাবার বেলায় একই ছবি, একই রকম ধারা,
নিথর দেহে, শান্ত বেশে, থাকবে তুমি হারা।
শেষবারের মতো স্নানটুকুও হবে না তো নিজের,
যত্নে আর ধীরে, হাতেই ঘটবে সে কাজ অন্যের ।

তবে কেন ভাই এত দাপট, এত অহংকার?
মাটির মানুষ, মাটির কোলে হবে তো একাকার।
কিসের এত ক্ষমতা দেখাও, কিসের এত জোর?
দুই বেলায় তো অন্যের কাছেই, ভাঙবে তোমার ঘোর।

যার সাথে আজ করছো রুক্ষ, দেখাচ্ছো আস্ফালন,
সেই তো তোমার আসা-যাওয়ার পথের প্রয়োজন।
প্রথম গোসলে যে হাত লাগে, লাগে শেষবারেও,
মাঝের পথে এই কথাটাই, কেন ভুলে যেও?

এ জীবন তো ছোট্ট নদী, দু'কূলেরই বাঁকে,
নম্রতা আর ভালোবাসাই, সবার হিসেব রাখে।
অহংকারের বোঝা ছেড়ে, হও না একটু নরম,
আসা-যাওয়ার এই খেলায়, সেবাই তো ধরম।


১৭-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।