কেমন লীলাখেলা
- মোঃ নাসির উদ্দীন
শিক্ষক মণ্ডলী, এ কেমন লীলাখেলা?
জ্ঞানের আলো ছেড়ে কেন আজ চুরির মেলা?
প্রতিদিন ফাঁকি, মিথ্যা কথায় ভরে ক্লাস,
জাতির মেরুদণ্ড আজ করছে সর্বনাশ।
বড় চোর তারা, এই সমাজে স্থান যাদের,
প্রাথমিক শিক্ষার নামে চোর জন্ম দেয় ক'জন এদের?
কর্তব্যে অবহেলা, বেতন তবু ঠিক পায়,
এদের কারণে দেশে চোরের সংখ্যা বাড়ে হায়!
লেখাপড়া হয় না, শুধু মাস শেষে বেতন গোনা,
দেশের ভবিষ্যৎ নিয়ে করে তামাশা পোনা।
নীতি-নৈতিকতা আজ ঠুনকো কাছে তাদেরি,
শিশুদের স্বপ্ন নিয়ে খেলছে যেন লুন্ঠন-লুকোচুরি।
তাদের দোষ কেউ দেখে না, বিচারও হয় না ভাই,
এই ভণ্ডামির শেষ কি হবে, সে উত্তর জানতে চাই।
কঠোর শাস্তি হোক, হোক আজ তাদের বিচার,
শিক্ষার অঙ্গন থেকে দূর হোক যত আঁধার
১৭-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।