বিচ্ছেদেরও সুখ
- মোঃ নাসির উদ্দীন
আমি তো চাইনি কখনো এই পথ বাঁকা হোক,
এই হাত ছেড়ে যেতে হোক, আর চোখে জল ঝরুক।
প্রতিটি স্বপ্নের ভাঁজে এঁকেছিলাম তোমাকেই,
ভেবেছিলাম, এই বাঁধন চিরন্তন হবেই।
কিন্তু, সময়ের স্রোতে সব রঙ গেল ম্লান,
যেখানে নীরবতা ভারী, সেখানে মিথ্যে সে টান।
সম্পর্ক এক বোঝা হলো, শুধু অভিমান আর ব্যথা,
প্রতিটি নিশ্বাসে যেন চাপা দীর্ঘশ্বাস-কথা।
চুপ করে থাকা দেওয়াল জানে সব গোপন কারণ,
ভেতরের ক্ষত নিয়ে চলে এই মন্থর জীবন।
কাছে থেকেও দূরে থাকা—সে এক কঠিন সাজা,
এই অকারণে কাঁদা প্রাণে আর বাজে না তো কোনো বাজা।
তাই আজ এই কঠিন সিদ্ধান্ত নিতেই হলো,
ভাঙা আয়নার মতো দুটি মন আলাদা চললো।
বিচ্ছেদেই মুক্তি হয়তো, দুজনের দু'পারে সুখ,
ক্ষত শুকিয়ে যাবে একদিন, মুছবে এই দুখ।
এই দূরত্বে বাঁচা থাক নতুন করে আশা,
নিঃশব্দে বলছি আজ, "ভালো থেকো, বিদায় ভালোবাসা।"
১৯-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।