দরোজা
- যুবক অনার্য

শহর জুড়ে ভূমিকম্প হলো
শখ করে গড়া ইমারত ছেড়ে
ধনী দরিদ্র সকলে
এক কাতারে
রাস্তায় দাঁড়িয়ে গেলো
আহা কী এক প্রাকৃতিক সাম্যবাদ
দুর্যোগে ধাওয়া খেয়ে সাম্য করে নিলো
সড়কে
গলিতে
রাস্তার মাঝখানে
কম্পন শেষে ধনীরা ফিরে গেলো
সুরম্য ইমারতে
পুনরায় বৈষম্যবাদ-
ধনী
দরিদ্র
বড়োলোক
ছোটোলোক

মানুষেরা ভুলে যায়
মৃত্যু রেখেছে খুলে সহস্র দরোজার মুখ


২১-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।