ভাগ্যফল
- ফয়েজ উল্লাহ রবি

কতো আঘাত ভাঙ্গছ অনেক ভাঙলে কতো মন,
তোমার পক্ষেই থাকলো ভুবন থাকলো সকল স্বজন।
একই পাপের পাপী দু’জন; আমিই অপরাধী
দুঃখের ভাগে থাকলাম আমি, তবু তুমি অভাগী।
তোমার কান্না জলে নদী আমার চোখের পানি,
সুখ সামান্য দুখ অনন্য আমার দুঃখ দানি।
তোমার মতে আমিই দোষী ভাঙ্গলো যে তাই ঘর,
সব দিয়ে রব নীরব থেকে হয়ে গেলাম স্বার্থপর।
তোমার আকাশ সাগর-নদী বয়ে যাক সুখের জল,
কান্না না হয় আমারই থাক এটাই ভাগ্যফল।

শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
৬ অগ্রহায়ণ ১৪৩২, ২১ নভেম্বর ২০২৫


২১-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।