আসবো না আর ফিরে
- ফয়েজ উল্লাহ রবি
আবার যখন দেখা হবে শতো সহস্র শতাব্দীর পরে,
চলেছি সেই পথ ধরে আবার যদি দেখা পড়ে।
হয়তো তুমি ভুলে যাবে থাকবে না কিছুই মনের তরে,
স্মৃতির পাতায় ধূসর স্বপ্নগুলো র’বে বালি চাপা পড়ে।
বদলে যাবে দিন বদলের তালে ভুলে যাওয়াদের দলে,
গত স্মৃতির ক্ষত শুকাবে ভালোবাসার লোনা জলে।
শুধুই তুমি’ হয়ে যাবে তুমি, অচেনা জনের অচেনা শহরে,
থাকবো না আর কখনো কভু ভুলেও তোমার তোমাদের বহরে।
অপরিচিত একজন হয়ে হারিয়ে যাবো অপরিচিতদের ভিড়ে,
দেখা হবে না আর কথা হবে না, আসবো না আর ফিরে।
শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
৬ অগ্রহায়ণ ১৪৩২, ২১ নভেম্বর ২০২৫
২১-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।