তোমাদের শহর
- ফয়েজ উল্লাহ রবি

সূর্যের সাথে জেগে উঠা তোমাদের এই শহর,
কর্ম ব্যস্ততায় বেড়ে উঠা জনগণের ব্যস্ত বহর।
সুখ নামের ঐ সোনার হরিণ -
যেখানে ছড়াচ্ছে ভালোবাসার নহর।
বড্ড বেশি মনে পড়ে সেই দিনগুলো,
হারানো দিনের মাঝে খোঁজে ফিরি স্মৃতির জহর।
তোমাদের শহর ভুলে গেছে এই আমাকে
আমি কিন্তু ভুলিনি একটি প্রহর।
মনের কোণে জমা ক্ষণে উতরে উঠে সোনালী দিন
এই শহরেই রয়ে গেছে আমার অনেক ঋণ।
হয়তো একদিন আসবো ফিরে জীবন ধারার গতিরোধে,
ক্ষমায় রেখো আমায় -হে শহর ডেকো না প্রতিশোধে।

শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
৬ অগ্রহায়ণ ১৪৩২, ২১ নভেম্বর ২০২৫


২১-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।