হে পতিতা
- অনিরুদ্ধ রনি

হে প তিতা, আমি তোমাকে ঘৃ ণা করি।
পঁচিশ বছর বয়সে স্বামী হারিয়ে যে বোন
এক সন্তানকে বুকে নিয়ে,
নিজের যৌবনকে বিসর্জন দিয়েছে,
সন্তানের দিকে তাকিয়ে সহজ পথকে আড়ি করে
কঠিন পথে পা বাড়িয়েছে,
তোমার পেশাকে সম্মান করলে
এই বোনের বিসর্জনকে অপমান করা হবে।
সুতরাং আমি তোমাকে ঘৃ ণা করি।
ঠিক যতটা ঘৃ ণা করি,
দর-কষাকষি করা তোমার মনিবকে।

হ্যাঁ, শুনতে পাচ্ছো
আমি তোমাকে ঠিক ততটা ঘৃ ণা করি,
যতটা ঘৃ ণা করলে
যৌবন বিসর্জন দেওয়া একজন বোন,
সংসার বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা একজন বধূ,
সন্তানের মুখের দিকে তাকিয়ে,
প্রত্যেক মুহুর্তে যু দ্ধ করে বেঁচে থাকা একজন বিধবা মা
তাঁর প্রাপ্য সম্মান ফিরে পাবে,
আমি তোমাকে ঠিক ততটা ঘৃণা করি।


২২-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৩-১১-২০২৫ ০৭:৫২ মিঃ

অসাধারণ অনিন্দ্য সুন্দর উপস্থাপন।