আখিরাতের বীমা
- মোঃ নাসির উদ্দীন
থাকে যদি জীবন হাতে, ভাবো এবার কী উপায়?
আখিরাতের বীমা করো, সময় তো ফুরায়।
বীমার কিস্তি নয় সে টাকা, নয় কোনো পয়সা,
মনের মাঝে রোপণ করো পুণ্যেরই ভরসা।
যদি এই বীমা না করো, তবে কী হবে জানো?
দোযখ হবে আপন বাড়ি, দুঃখ-জ্বালা মানো।
মহা কালের মহা ঘুমে কাটবে জনম ভরে,
সেথায় রবে শুধু আঁধার, আলো নাহি ঝরে।
বীমার বাতি হবে সাথী, সেথায় অন্ধকার!
সে বাতি তো নেক আমল, আল্লাহর অঙ্গীকার।
নফল ইবাদত, ফরয কাজ আর সত্যের যে জয়,
এগুলিই তোমার কিস্তি, এগুলিই অমৃতময়।
টাকা-পয়সা ফুরিয়ে যাবে, সম্পদ রবে পিছে,
ঈমানের জোর আর আমলই শুধু সাফল্য মিছে।
তাই তো বলি, ভাই ও বোন, হিসাব করো কষে,
আখিরাতের পথে চলো, আল্লাহর প্রেমের বশে।
নেক কাজে মন দাও, আর গুনাহ করো দূর,
এ বীমা করলে তবেই বাজবে জান্নাতের সুর।
জীবন থাকতেই করো সওদা, এ বড় জরুরি,
পরকালে শান্তি পেতে, হও তুমি তড়িঘড়ি!
২৫-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।