বাংলার ভেনিস
- মুহাম্মাদ শরিফ হোসাইন
আমি আসবো,আমি দেখবো তোমাদের ভেনিস
আমি শুকবো ওগো জীবনানন্দের রূপসী বাংলার ঘ্রাণ
আমি জাফরের জন্য প্রার্থীব বৃষ্টি'র প্রার্থনা।
আমি পাঁড়ে-পাঁড়ে হেঁটে যাবো আড়িয়াল খাঁ থেকে কীর্তনখোলা
আমি নাও ভাসিয়ে বেয়ে যাবো,একুশ কিমি পানির বন্যা।
তুমি নিবে,নিবে কি বলো যদি যেতে চাই
তুমি দূর থেকে দেখাবে কি,প্রয়াত প্রান সব?
কিংবা মোর জাদুদের সমাধি পরে,সাঁঝের মায়া
বলো,দেখাবে কি যদি দেখতে চাই?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।