জনতার প্রার্থনা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জনতার প্রার্থনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************
হে খালেদা জিয়া, তুমি ফিরে এসো—
চোখ খুলো, দেখো এই জাতি কতো দোয়া উজাড় করেছে।
আল্লাহ’র দরবারে, দু’হাত ভরে দোয়া,
কুরো দুয়া, কোটি কোটি চোখে অশ্রুবান।
হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, মুসলিম—
সব হৃদয় একত্রে,
তোমার আপোষহীন গুনগাহে নত হয়েছে মাথা।
জনতা তোমাকে মা ও নেত্রী মেনে,
হাতে হাত রেখেছে, রহম এ কণ্ঠ মিলিয়ে।
হে আল্লাহ!
আমাদের দোয়া পৌঁছে দাও,
আমাদের নেত্রীকে দাও সুস্থতা,
দাও শক্তি, দাও মুক্তি,
হে করুণাময়, হে রাহীম।
তুমি না থাকলে, আমরা হবে ছায়াহীন,
আজ জাতি ভুলে গেছে দল-মত,
শ্রদ্ধার আড়ালে মুখ ঢেকে রেখেছে।
মানুষ তোমাকে মেনেছে নেত্রী,
মুক্তিযুদ্ধের লাল-সবুজের অমলিন উত্তরসূরী।
তোমার সাহস, তোমার আদর্শ,
মুক্তির পথ দেখায়, আলোর দিশা।
আমরা কখনো ভুলব না,
কখনো মুছতে পারব না,
তুমি আগলে রাখো মায়ের মমতায়।
হে আল্লাহ! করো নেত্রীকে শক্তিশালী,
দয়াময়ী করো, করো আমাদের প্রেরণা।
আমাদের হৃদয়ের দীপ হোক,
আমাদের পথপ্রদর্শক হোক।
হে খালেদা জিয়া! চোখ খুলে দেখো—
জনতার হৃদয় শিখরে,
শরীর-মন শিহরিয়ে, মুখে দোয়া, চোখে অশ্রু।
তুমি ফিরে এসো হে, ফিরে এসো হে,
আমাদের নেত্রী, আমাদের মা।
হে আল্লাহ! আমাদের দোয়া কবুল করো,
আমাদের হৃদয়ের আকুতি শুনো,
হে দয়াময়ী, হে রাহীম,
আমাদের নেত্রীকে ফেরাও।
আমরা বলছি—ফিরে এসো, হে আলোর বাতি,
আমাদের অন্তরের অন্ধকার দূর করো।
হে নেত্রী, হে মা,
আমাদের কণ্ঠে দোয়া পূর্ণ করো,
আমাদের চোখে অশ্রু শুকিয়ে দাও।
হে খালেদা জিয়া!
আমাদের হৃদয় কাঁপছে তোমার জন্য,
আমাদের কণ্ঠ কাঁপছে দোয়া করে,
আমরা চাই, তুমি ফিরে এসো—
হে নেত্রী, হে মা, হে জনতার আলো।
আমরা বলছি, আমরা চাই,
হে আল্লাহ! আমাদের দোয়া কবুল করো,
হে করুণাময়, হে রাব্বুল আলামিন,
আমাদের নেত্রীকে শক্তি দাও, আমাদের আশা পূর্ণ করো।
চোখে অশ্রু, হৃদয়ে শিহরণ, কণ্ঠে দোয়া—
এই শব্দগুলো তোমার দিকে প্রবাহিত হোক,
হে খালেদা জিয়া, ফিরে এসো হে, ফিরে এসো হে,
আমাদের নেত্রী, আমাদের মা, জনতার আপোষহীন মাতাকে।
আমরা জানি, আমাদের বিশ্বাস কখনো মরে না,
আমাদের আশা কখনো শুকায় না,
তুমি যদি ফিরে আসো,
এই জাতি হবে আলোকময়,
এই হৃদয় হবে প্রার্থনায় পূর্ণ।
হে আল্লাহ! করো তাকে সুস্থ, করো তাকে শক্তিশালী,
আমাদের চোখের অশ্রু মুছে দাও,
আমাদের কণ্ঠে দোয়া পূর্ণ করো,
আমাদের হৃদয়ে আলো দাও।
আমিন, আমিন, আমিন।
হে খালেদা জিয়া! ফিরে এসো—
হে নেত্রী, হে মা,
জনতার আপোষহীন মাতাকে আমরা চিরকাল চেয়ে থাকবো।
----------------------------------------
০১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।