কুয়াশা মোড়া সকাল
- মোঃ নাসির উদ্দীন

শীত এসেছে, নিয়ে এসেছে কুয়াশার চাদর,
সকাল ঢাকে তাতে, যেন মায়াবী জাদুকর।
পথ-ঘাট সব আবছা, শিশিরে ভেজা ঘাস,
নিস্তব্ধ প্রকৃতিতে বাজে অন্যরকম বাঁশ।

হাতে গরম কফি বা ধোঁয়া-ওঠা চায়ের কাপ,
উষ্ণতার খোঁজে মন, মেটাতে নীরব তাপ।
প্রিয় কারো হাত ধরে সেই কুয়াশা ভেজা পথ,
হাঁটার অজুহাত খোঁজে, পূর্ণ করতে শপথ।

শীতের সকাল মানে অন্যরকম অনুভূতি,
গ্রামে যেন নামে এক স্নিগ্ধ শীতের আরতি।
মিষ্টি রোদের ঝলক, যখন কুয়াশা কাটে,
আলসেমি ভরা রোদ পোহানো, উঠোন-ঘাটে।

ধোঁয়া ওঠা চা আর খেজুর রসের হাঁড়ি,
মায়ের হাতের গরম পিঠা – আহা কী বাড়াবাড়ি!
ভালোবাসা বুঝি এই, শীতকাল আরেক নাম,
শান্ত সকাল ভরে দেয় শীতলতা আর আরাম।

ভোরের রোদের আলতো স্পর্শে মন ভরে যায়,
এই তো শীতের সকাল, যা শুধু মুগ্ধতা ছড়ায়।


০১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-১২-২০২৫ ০০:৩৪ মিঃ

অসাধারণ উপস্থাপন!