চোরের বাংলাদেশ
- মোঃ নাসির উদ্দীন

সারাদিন ফুরালো, ব্যবসার দ্বার রুদ্ধ,
লজ্জা সরায়ে দ্বারে দ্বারে হই ক্ষুব্ধ।
ভিক্ষা-করা সেই অর্থে, ছিল কিছু সুখের আশা,
নিয়ে এলাম হাসি-খুশি, বুনেছিলেম ভালোবাসা।

আঁধারের বুকে তারা— যাদের তরে এই দান,
কম্বলখানা চুরি করে তারাই করেছে অপমান!
হায় রে, হায় রে এ কেমন নীতি, কেমন এ সমাজ?
নিজেদের অন্ন কেড়ে, করেছো সর্বস্ব-লাজ!

ওগো বাংলাদেশ, এ কী তোমার ছবি?
চুরি, ডাকাতি, ঘুষে ভরা এ কোন কবি?
জুয়া, ছিনতাই, পরের সম্পদে লোভ—
মিথ্যা কথায়, ঠকানোতে এত কেন ক্ষোভ?

মানুষের বিশ্বাস ভাঙা আজ যেন নিত্য খেলা,
অন্ধকারে ডুবে গেছে মানবিকতার ভেলা।
সুখের আসন পাততে গিয়ে এ কী হলো ভুল,
অকৃতজ্ঞতার কাঁটায় বিঁধে হলো সব নির্মূল।

যে হাত পেতেছে দান, সেই হাতই চোর,
আলো জ্বেলে দেখি— চারিদিকে ঘোর-ঘোর।
আর কতকাল চলবে এমন চুরি-ডাকাতি-ঘুষ?
কবে হবে এই দেশ, নীতিবান, সৎ মানুষ?

জবাবটা আজ খুঁজছি আমি, ফিরছে না উত্তর,
হতাশার দীর্ঘশ্বাসে কাঁপে শুধু অন্তর।
তবুও জানি, কোনো একদিন সত্য হবে জয়,
আলোর রেখা জাগবেই, কাটবে আঁধার-ভয়।


০১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।