পন্ডশ্রম
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পন্ডশ্রম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
পৃথিবীর বুকে,
কে আছে কুকুরের লেজকে সোজা করে?
দগ্ধ দিন-রাত্রি, ঘাম ঝরিয়ে,
কিন্তু শেষ পর্যন্ত—শুধুই পন্ডশ্রম!

মূর্খের চোখে,
এটাই তাদের কাজের মাপকাঠি।
কিন্তু তুমি,
রক্তে স্বাধীনতাভরা জাতি,
মনে রেখো—
পিছু লেগেছে সেই পুরানো শকুনেরা!

রাজাকার, আলবদর, আল সমাসের চক্র,
দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী,
আজও ঘুরে বেড়ায়
স্বাধীনতার রক্তের সন্ধানে।
তাদের দেশবিরোধী প্রচেষ্টা,
শুধুই—পন্ডশ্রম!

তোমরা যদি ঐক্যবদ্ধ হও,
স্বদেশ চেতনায়,
মুক্তিযুদ্ধের রক্তের আগুনে,
তাদের শ্লোগান ধ্বংস হবে
নিছক ব্যর্থতার ধোঁয়ায়।

পন্ডশ্রম—
শুধু একটি শব্দ নয়,
এটি বিদ্রোহের প্রতীক,
এটি সতর্কবার্তা।
মুক্তিযুদ্ধের চেতনা সামনে,
দেশদ্রোহী কার্যক্রম পেছনে,
ইতিহাস চিৎকার করবে—
“এগুলো কেবল পন্ডশ্রম!”

রক্তের স্বাধীনতা তোমার হাতে,
সুতরাং শকুনের প্রচেষ্টা, বিজয়
অর্থহীন, ব্যর্থ,
অসহায়—
পন্ডশ্রম! পন্ডশ্রম! পন্ডশ্রম!

উদ্দাম আগুনে,
বিদ্রোহী তর্জনী মেলে,
পৃথিবী জানুক—
স্বাধীনতার চেতনাকে কেউ দমন করতে পারবে না।


০২-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।