অনড় কল্পনা
- মাহাবুব আলম
আমি তোমার প্রেমিক হতে চাই
তোমার বক্ষ পাজরের শূন্য'খানে
প্রাণের মহিমায় আপন রঙ্গে
শান্তির বিলাসে অমৃত পান করে যেতে চাই ।
তোমার রন্দ্রে সাজোরে আঘাত করে
আমার সৃষ্টি গুলোকে_
একটু প্রশান্তি দিয়ে যাই ।
আমার শিরায় শিরায় আজ
প্রেরনা পাওয়ার আশে উন্মাদ ।
বড্ড একগুয়ে হয়ে আছে সব;
মিলনের সাধনা আর কতো
কতোই তো জোঁৎস্নাকে বিদায় দিয়েছি,
আজ আমি উল্লাসে ভেসে যাবো ।
সবই ছিড়ে ছিড়ে খাচ্ছে
আমার মনকে,
আমার নৈতিকতাকে ।
কেনই বা হবেনা !
তোমার নৈমিত্তিক বিকাশ যে
প্রকৃতিকে আলোড়িত করেই চলেছে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।