চিরতরে বিদায়
- মোঃ নাসির উদ্দীন

​আমি বাইচা থাকলে কোন জীবন
ফিরবো না তোমার কাছে,
বেইমানি করলে তুমি
আমারি সাথে গো,
বেইমানি করলে তুমি
আমারি সাথে।

​বিশ্বাস ভাঙার এই জ্বালা,
সহিবো না আর।
এ জীবনে তোমারে ভালোবেসে,
পেয়েছি শুধু কাঁটা হার।

​দূর হয়ে যাবো বহুদূর,
যেখানে রবে না তোমার ছায়া।
তোমার প্রতারণা, হে নিষ্ঠুর,
ভুলিবো না আর কোনো মায়া।

​যদি মরেও যাই আমি,
তবুও শান্তি পাবো না।
তোমার বেইমানি, সে তো দামি,
আমার হৃদয়ের যন্ত্রণা।


০৬-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।