অবহেলা
- মোঃ নাসির উদ্দীন

​আমার ঘরের ছায়া, তুমি কেবলই সেথা নাই,
বিড়াল ছানার মায়ায় তোমার কাটে তো দিন-রাই।
প্রতি বেলা তার খোঁজ নাও গো, খাইলো কি সে কী?
তবুও ঘরের স্বামী-সন্তান, তোমারে হারাই দেখি।

​হারিয়ে গেলে খুঁজিতে তারে, যাও না কেন বারেবার,
ভেঙেচুরে যায় ঘরখানি, তবু নাই তো হুঁশিয়ার।
আমার ঘরের মানুষ যারা, তাদের প্রতি অবহেলা,
এই বাঁধনে বিষ ঢেলে যায়, কাটেনা কেন বেলা!

​সকালে নাস্তা না করিয়া, তুমি চলো আফিসে,
পেট পুড়ে রয়, মন পুড়ে যায়, অভিমান জমিতেছে।
দুপুরে নামে মাত্র ফোন, সে তো শুধু দায়-সারা,
শুনলে কিগো নীরব কান্না, ভালোবাসাহীন হারা!

​রাতে ফিরে পড়া শোনা নয়, শুধু ঘেনোর ঘেনোর স্বর,
যেখানে আশা ভালো ব্যবহারের, সেখানে দুর্ব্যবহারের ঝড়।
সারা দিনের ক্লান্তি নিয়ে, ফিরি যে এই নীড়ে,
মিষ্টি কথাটুকু নাই, শুধু তিক্ততার ভিড়ে।

​আমার সকল ভালোবাসা, যাচ্ছে দূরে সরে,
সম্পর্কের সুতো ছিঁড়ে যায়, এই ঘরেরই ঘোরে।
তোমার অমন অবহেলায়, মন কাঁদে যে ভারে,
আস্তে আস্তে ভালোবাসা কমে যায়, জানি না কি করে...


০৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।