অবহেলার দেওয়াল
- মোঃ নাসির উদ্দীন

​আমার ঘরেই আছে সেথা স্বামী আর সন্তান,
আমার জগৎ ঘিরেই আছে তাঁদেরই তো প্রাণ।
তবুও যেন দৃষ্টি আমার তাঁদের নাহি খোঁজে,
বিড়ালছানার মায়ায় মনটা কেবলই মজে।

​প্রতিবেলা তার খাওয়া হলো কি না, সেই ভাবনা,
ঘরের মানুষ কী খেলো, সে খোঁজ নেওয়ার সাধনা
আজকাল যেন একেবারেই মন থেকে গেছে দূরে,
আদর-স্নেহের সবটুকু রস ঝরে ঐ বিড়ালের তরে।

​না পেলে তারে হন্যে হয়ে ছুটছি আমি বাইরে,
কিন্তু ঘরে, স্বামী-সন্তান খুঁজছে আমার ছায়া যেইখানে,
সেথায় কেবল অবহেলার দীর্ঘশ্বাস, গভীর শূন্যতা,
ভাঙছে যেন আপন হাতেই গড়া সম্পর্কের পবিত্রতা।

​সকালে নেই নাস্তার আয়োজন, নেই কোনো টান,
অফিস যাওয়ার তাড়া শুধু, নিজেকে নিয়ে ব্যস্ত প্রাণ।
দুপুরে নামে মাত্র ফোন, দায়সারা সেই আলাপন,
রাতে ফিরে নেই কোনো পড়া শোনা, নেই ভালোবাসার মন।

​আছে শুধু ঘেনোর ঘেনোর আর দুর্ব্যবহারের সুর,
সারা দিনের ক্লান্তি শেষেও মনটা আমার বহু দূর।
যেখানে শান্ত শীতল আশ্রয় দেবে আমার এই ঘর,
সেখানে কেবল তিক্ততা আর তিক্ত কথার স্বর।

​দিনের শেষে আপনজনের প্রতি কেন এমন ব্যবহার?
আস্তে আস্তে তাই তো ভালোবাসা হচ্ছে যে ক্ষার।
সম্পর্কের বাঁধন থেকে তাই হচ্ছে সে দূরে,
ভালোবাসা কমছে, বাড়ছে কেবল ব্যথার করুণ সুরে।


০৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।