বিরহ-দহনে
- মোঃ নাসির উদ্দীন

ষোলোটা বছর গেল, তোমায় দেখিনি,
একটি দিনের জন্যও তুমি খোঁজ রাখোনি।
যে তুমি গো মোরে ছাড়া বাঁচতে পারতে না,
আজ কেন এত দূরে, ফিরাও না মুখখানা।
সত্যি কি গো ভালোবাসোনি, ছিল সব ছলনা?
এই বিরহ-দহনে কেন আজও জ্বলে না!
===
তোমার কথা মনে পড়ে, ক্ষণে ক্ষণে বাঁশি বাজে,
আমার কথা কি তোমার একটি বারও মনে হয় না আজি?
দীর্ঘশ্বাসে কাটে রাত, ফেরে না তো কোনো উত্তর,
মন-আকাশে শুধু বাজে বিচ্ছেদের সুর।
==========================
পথ চেয়ে থেকে থেকে চোখ দুটো ভোরে,
তবুও তো আসে না সে, যে ছিল এ অন্তরে।
স্মৃতিরা ভিড় করে আসে, পুরোনো সেই হাসি,
আলিঙ্গনের দিনগুলো, আর কাছাকাছি।
১৬ বছরের ব্যথা জমলো বুকের খাঁচায়,
ব্যথা ভোলা যায় না তো, মন শুধু তোমায় চায়।
===
তোমার কথা মনে পড়ে, ক্ষণে ক্ষণে বাঁশি বাজে,
আমার কথা কি তোমার একটি বারও মনে হয় না আজি?
দীর্ঘশ্বাসে কাটে রাত, ফেরে না তো কোনো উত্তর,
মন-আকাশে শুধু বাজে বিচ্ছেদের সুর।
=============================
আজও কি সে পথ ভোলোনি, যেখানে দাঁড়িয়েছিলে?
নাকি সে পথের ধুলো, আমারে ভুলিয়ে দিলে?
এই নীরবতা ভেঙে দাও, একটিবার বলো এসে,
ভালোবাসা কি তবে ছিল শুধু মিছে-মিছে, নিঃশেষে?
===
তোমার কথা মনে পড়ে, ক্ষণে ক্ষণে বাঁশি বাজে,
আমার কথা কি তোমার একটি বারও মনে হয় না আজি?
দীর্ঘশ্বাসে কাটে রাত, ফেরে না তো কোনো উত্তর,
মন-আকাশে শুধু বাজে বিচ্ছেদের সুর।


১০-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।