একজন হাদী ভাই
- যুবক অনার্য
গুলিটা ছোঁড়া হয়েছিলো মাথা বরাবর
টার্গেট মিস হয়ে চোয়াল ভেদ করে চলে গেছে
এই গুলিটা ছোঁড়া হচ্ছে বহুকাল আগে থেকে
বার বার ছুঁড়ে দিচ্ছে
যেনো দেশ দখল করে নিতে পারে
প্রকাশ্য দিবালোকে
বিশ্ববাসীকে কাচকলা দেখিয়ে
সম্প্রতি হাদী ভাইকে সরিয়ে দিয়ে
দেশ দখলের কাজ এগিয়ে নিতে চাইলো
আরো এক ধাপ
কিন্তু
আসলে
বাংলাদেশ দখল করার কোনো গুলি
এই পৃথিবীতে কোথাও নাই
কারণ বাংলাদেশে আছে একজন হাদী ভাই
১২-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।