শীতকাল পড়া মানে
- বাপন মান্না

শীতকাল পড়া মানে খেঁজুর রস খাওয়া,
পুণ্য করতে শীতকালে গঙ্গাসাগর যাওয়া।
শিউলি, গাঁদা আর ডালিয়া দিচ্ছে মোরে ডাক,
ফুলের সাথে খেলে সকল দুঃখ মুছে যাক।
শীতকাল পড়া মানে শিশির ঝরা ঘাসে,
শীতের ভোরে সূর্য্যিমামা মিষ্টি করে হাসে।
শীতের ভোরে আয়েশ করে গভীর ঘুমের আমেজ,
মিঠেল রোদে সেই সময়ে থাকে না কোন তেজ।
শীতকাল পড়া মানে সন্ধ্যায় পিঠে-পুলি,
যাত্রা, মেলায় গিয়ে আমরা নাগরদোলায় দুলি।
শীতে পড়ি জ্যাকেট, টুপি, সোয়েটার আর চাদর,
সারাটাদিন করতে থাকে শীত আমাকে আদর।


১৫-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।