তোমার মনে নাই
- মোঃ নাসির উদ্দীন
আমরা ভালোবাসলাম দুজনে আর
একলা জ্বলে হইলাম ছাই,
তোমার মনে নাইরে বন্ধু
তোমার মনে নাই,
তুমি কত ভালোবাসতে আমায়
কেমনে ভুলিলা তাই,
আমি ঘুমের ঘরে মাঝে মাঝে স্বপ্নে তোমায় দেখি,
ঘুম ভাঙ্গিলে নয়ন জলে প্রেমে কবিতা লিখি,
তুমি কত ভালোবাসতে আমায়
কেমনে ভুলিবো তাই।
তোমার মনে নাইরে বন্ধু
তোমার মনে নাই।
তুমি বইয়ের পাতায়, খাতার পাতায় লিখতে ভালোবাসি,
ডাগর চোখের চাহনি আর মুখে মিষ্টি হাসি,
তুমি কত চিঠি লিখতে আমায়
কেমনে ভুলিলে তাই,
তোমার মনে নাইরে বন্ধু
তোমার মনে নাই।
১৫-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।