ফিরে দেখো পথ
- মোঃ নাসির উদ্দীন
তুমি কি গো মোরে ভুলে গেছো সখী,
আছো সুখে, না কি গোপনে দুখী?
স্বামীর ঘরেতে আছো কেমন,
আমার এ মন তো জানে না ক'জন।
তোমার স্মৃতিতে কাঁদে দুটি আঁখি,
আশা নিয়ে আজও পথ পানে থাকি।
প্রাণের বন্ধুরে, তুমি আছো দূরে,
কেমন বাজাও সুর সেথা সুমধুরে?
আমি ভুলি নাই, ভুলি নাই তোমারে,
ডাকি নাম ধরে এই অন্ধকারে।
প্রতিটি নিশ্বাসে আছো মিশে তুমি,
তোমার জন্যেই আজও ভালোবাসা চুমি।
আকাশের ওই চাঁদ সাক্ষী রবে,
বিচ্ছেদের ব্যথা কভু না ঘুচিবে।
যদি কোনোদিন মনে পড়ে মোরে,
ফিরে দেখো পথ, এই আছি কিনারে।
১৫-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।