আজ আমার পরাজয়
- মোঃ নাসির উদ্দীন

কেমন করে বলি, আজ তুমি কতটা মিথ্যাবাদী!
আসলে কি ঘুম হত না, ছাড়া মোর এক রাতি?
দুই বছর হলো, আজ তুমি অন্য পথের যাত্রী,
তবে কি কাটেনি কোনো রাত, না হয়ে পূর্ণ নিশি?

জানি, ঠিকই ঘুমিয়েছো, ভুলে আমারই নাম,
মিথ্যের বেড়াজালে বেঁধেছিলে মোরে,
করেছিলে শুধু বদনাম।
শপথের সেই কথাগুলো, সব ছিল অভিনয়,
তোমার ছলনায় আজ আমার পরাজয়।

বলেছিলে, চলে গেলে নাহি নিবে কাবিনের ধন,
তবে কেন মিছে হলো, পাঁচ লক্ষ টাকার কারণ?
বিচার-শালিসী,
কত অপমান,
কত লাঞ্ছনা,
তোমার মুখোশের আড়ালে,
সবই ছিল জঘন্য প্রতারণা।

অভিনেত্রী তুমি, তোমার নাটকের কাছে হার,
হৃদয়ের সবটুকু বিশ্বাস, আজ হলো ছারখার।
তবুও কামনা করি, ভালো থেকো, থেকো সুখে,
তোমার মিথ্যে জীবন হোক পূর্ণ, হাসি ভরা মুখে।


১৫-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।